ডেটাবেজ সর্টিং, ইনডেক্সিং,মডেল এবং বিভিন্ন প্রকার কী ফিল্ড
কোন ধরনের ডেটবেজে ডেটাকে এক বা একাধিক টেবিলে সংরক্ষণ করা যায়?
একটি রিলেশনাল ডেটাবেজ (ইংরেজি: Relational Database) হল কোন কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহের একটি কাঠামোবদ্ধ সংগ্রহযার প্রতিটি পেইজ পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। উপাত্তকে একটি উপাত্ত মডেল অনুসারে সাজিয়ে এই কাঠামোটি অর্জন করা হয়।

Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের কোনটি কী হিসাবে ব্যবহৃত হয়?
একটি কলেজের ফলাফলের ডেটাবেস থেকে একজন শিক্ষার্থীর তথ্য খোঁজার জন্য তিনজন ছাত্রকে নির্দেশ দেওয়া হলো। ১ম ছাত্র শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে, ২য় ছাত্র ডেটাবেসের টেবিলের তথ্য সাজিয়ে এবং ৩য় ছাত্র ২য় ছাত্রের চেয়ে দ্রুততর কৌশল প্রয়োগে তথ্য খুঁজে বের করে।
দবিরুল সাহেব মহেশখালী কলেজের একজন নতুন প্রভাষক হিসেবে নিযক্ত হয়েছেন। তার নাম, শিক্ষক আইডি, ঠিকানা সহ অন্যান্য তথ্যসমূহ একটি ফাইলে সংরক্ষণ করা হয়েছে। দবিরুল সাহেবের নাম, শিক্ষক আইডি, ঠিকানা এগুলোকে বলা হয়-
i. টাপল ii. অ্যাট্রিবিউট iii. ফিল্ড
নিচের কোনটি সঠিক?