২.১১ পা তন, আংশিক পাতন, বাষ্প ও ঊর্ধ্ব পাতন
কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়?
এ পদ্ধতিতে পেট্রোলকে দ্রাবকরূপে ব্যবহার করে (১) নারিকেলের শাঁসের গুঁড়া থেকে নারিকেল তৈল; (২) শস্যবীজ থেকে সুগন্ধি তৈল; (৩) মরিচের গুঁড়া থেকে ঝাঁঝালো লাল রং; (৪) ধানের তুষ ও চাউলের কুঁড়া থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়।
শিখা পরীক্ষায় আয়ন কোন বর্ণ দেখায়?
Na2SO4.10H2O এর দ্রাব্যতা 33°C পর্যন্ত বাড়ার পর কমে যায় কারণ-
নিচের কোনটি সঠিক?
অবিশুদ্ধ বেনজয়িক এসিডকে বিশোধন করার পদ্ধতির নাম কী?
(I2 + NaCl) এর মিশ্রণ হতে আয়োডিন পৃথকীকরণ প্রক্রিয়া কোনটি?