আর্থোপ্রোডা, একাইনোডার্মাটা ও কর্ডাটা

কোন পর্বের প্রাণিতে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যায়?

•যে সংবহনতন্ত্রে রক্ত সব সময় রক্ত বাহিকা ও হৃদযন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ আবদ্ধ থেকে প্রবাহিত হয় এবং কখনোই দেহগহবরে মুক্ত হয় না তাকে বলে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র।

অ্যানিলিডা পর্বের ননকর্ডেট প্রাণীদেহে এবং কর্ডেট প্রাণীতে এ ধরনের রক্ত সংবহন দেখা যায়। বদ্ধ রক্ত সংবহনে রক্ত কোষ টিস্যুর সরাসরি সংস্পর্শে আসে না , টিস্যুরসের মাধ্যমে পুষ্টি পদার্থ গ্যাসের বিনিময় ঘটে।

হৃদযন্ত্র , শিরা , ধমনী, কৈশিকজালিকা সমন্বয়ে এই রক্ত সংবহন তন্ত্র গঠিত।

 

আর্থোপ্রোডা, একাইনোডার্মাটা ও কর্ডাটা টপিকের ওপরে পরীক্ষা দাও