আর্থোপ্রোডা, একাইনোডার্মাটা ও কর্ডাটা

কোন পর্বের প্রাণীতে পেরিহিমালতন্ত্র থাকে? 

পারভীন খানম ম্যাম

Echinodermata পর্বের পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চঅরীয় প্রতিসম, অখণ্ডকায়িত, তারকাকার, গোলাকার, চাকতির মতো অথবা লম্বাকৃতির, কিন্তু লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম।দেহের ভিতরে সিলোম থেকে সৃষ্ট পানি সংবহনতন্ত্র রয়েছে। পদ বা টিউব ফিট এদের চলন অঙ্গ কিন্তু চলন ছাড়াও শ্বসন, খাদ্য আহরণেও সাহায্য করে।রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত তবে হিমাল ও পেরিহিমালতন্ত্র সংবহনতন্ত্রের কাজ করে।

আর্থোপ্রোডা, একাইনোডার্মাটা ও কর্ডাটা টপিকের ওপরে পরীক্ষা দাও