বিবর্তনতত্ত্বের ধারণা ও বিবর্তনের মতবাদসমূহ
কোন পিরিয়ডে ডাইনোসরের উদ্ভব ঘটে?
ডাইনোসরের উদ্ভব ঘটে ট্রায়াসিক পিরিয়ডে।
ডাইনোসরের বিলুপ্তি ঘটে ক্রিটেসিয়াস পিরিয়ডে।
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে জিরাফ এর খাঁচার সামনে এসে প্রাণীটির লম্বা গলা দেখে শিক্ষার্থীরা বিস্ময়াভিভূত হলো। এ ব্যাপারে শিক্ষার্থীরা তাদের জীববিজ্ঞান ২য় পত্রের শিক্ষককে প্রশ্ন করলে তিনি বললেন,"বিবর্তনের ধারায় প্রতিটি জীবই নতুন পরিবেশে নিজেকে অভিযোজিত করার জন্য জীবন সংগ্রামে লিপ্ত হয়।“
ডারউইনের মতবাদ অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ
গলার ক্রমব্যবহার
গলার দৈর্ঘ্যের প্রকরণ
প্রাকৃতিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
প্রাকৃতিক নির্বাচন মতবাদের জনক কে?
অমেরুদণ্ডীর যুগ কোনটি?