২.১১ পা তন, আংশিক পাতন, বাষ্প ও ঊর্ধ্ব পাতন
কোন প্রক্রিয়াটি তরল যৌগের বিশোধনে ব্যবহার করা হয় না?
কঠিন যৌগের বিশুদ্ধকরণে কেলাসন, আংশিক কেলাসন, ঊর্ধ্বপাতন, বাষ্পপাতন, দ্রাবক নিষ্কাশন, পরিস্রাবন, ক্রোমাট্রোগ্রাফি পদ্ধতি ইত্যাদি ব্যবহার করা হয়।
সমস্ফুটন পাতন তরল পদার্থের বিশোধনে ব্যবহৃত হয়।
শিখা পরীক্ষায় আয়ন কোন বর্ণ দেখায়?
যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয় ও ফুটন্ত পানিতে বিযোজিত হয় না; কিন্তু স্টিমে উদ্বায়ী হয়, এদের ভেজাল থেকে কীরূপে পৃথক করবে?
একটি তরল জৈব যৌগ 78.3°C তাপমাত্রায় ফুটে। এর সাথে অল্প ইথানল যোগ করলে ও মিশ্র তরলটির স্ফুটনাঙ্ক 78.3°C হয়। মূল তরলটি কী ছিলো?
Na2SO4.10H2O এর দ্রাব্যতা 33°C পর্যন্ত বাড়ার পর কমে যায় কারণ-
নিচের কোনটি সঠিক?