পর্যাবৃত্তি ও পর্যাবৃত্ত গতি
কোন বস্তুর গতি যদি এমন হয় যে একটি নির্দিষ্ট সময় পরপর কোন নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে যায় তাহলে তার গতিকে কেমন পর্যাবৃতি বলে?
পর্যাবৃত্তির পর্যায়কাল যদি একটি নির্দিষ্ট সময় সাপেক্ষ হয়, তবে তাকে কালিক পর্যাবৃত্তি বলে। অর্থাৎ কালিক
পর্যাবৃত্তি হলো সেই সকল ঘটনা যা একটি নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটে। যেমন ঘড়ির সেকেন্ড বা মিনিটের কাঁটা
যথাক্রমে 60 সেকেন্ড বা 60 মিনিট পর পর, ঘণ্টার কাঁটা 12 ঘণ্টা পর পর পুনরাবৃত্তি ঘটে এবং পৃথিবী সূর্যের চারদিকে
365 দিনে একবার ঘুরে আসে, পৃথিবী প্রদক্ষিণ করতে চাঁদের 30 দিন সময় লাগে ইত্যাদি।
সরল ছন্দিত গতিতে দোলনরত একটি কণার সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণের মান যথাক্রমে 5 ও 10 .
উদ্দীপকে দোলনরত কণার ক্ষেত্রে —
i. বিস্তার 2.5 m
ii. সাম্যাবস্থানে বিভবশক্তি শুন্য
iii. সর্বোচ্চ বিস্তারে গতিশক্তি শূন্য
নিচের কোনটি সঠিক?
সরল ছন্দিত স্পন্দনে স্পন্দনশীল ভরের কণা সাম্যাবস্থান হতে টেনে ছেড়ে দিলে এটি বিস্তারে দুলে।
এটির ব্যবকলনীয় সমীকরণ নিম্নরূপ:
তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য কত?
একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ।