পর্যাবৃত্তি ও পর্যাবৃত্ত গতি

কোন বস্তুর গতি যদি এমন হয় যে একটি নির্দিষ্ট সময় পরপর কোন নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে যায় তাহলে তার গতিকে কেমন পর্যাবৃতি বলে?

তপন স্যার

পর্যাবৃত্তির পর্যায়কাল যদি একটি নির্দিষ্ট সময় সাপেক্ষ হয়, তবে তাকে কালিক পর্যাবৃত্তি বলে। অর্থাৎ কালিক

পর্যাবৃত্তি হলো সেই সকল ঘটনা যা একটি নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটে। যেমন ঘড়ির সেকেন্ড বা মিনিটের কাঁটা

যথাক্রমে 60 সেকেন্ড বা 60 মিনিট পর পর, ঘণ্টার কাঁটা 12 ঘণ্টা পর পর পুনরাবৃত্তি ঘটে এবং পৃথিবী সূর্যের চারদিকে

365 দিনে একবার ঘুরে আসে, পৃথিবী প্রদক্ষিণ করতে চাঁদের 30 দিন সময় লাগে ইত্যাদি।

পর্যাবৃত্তি ও পর্যাবৃত্ত গতি টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো