পদ প্রকরণ
কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
সেই বই পড়ছে
সে গভীর চিন্তায় মগ্ন
সে ঘুমিয়ে আছে
সে খুব ভালো খেলা খেলে
সমধাতুজ কর্ম: ক্রিয়াটি যে ধাতু নিষ্পন্ন, কর্মটিও সেই ধাতুনিষ্পন্ন হলে, তাকে সমধাতুজ কর্ম বলে। যেমন:- খুব এক ঘুম ঘুমিয়েছি,সে খুব ভালো খেলা খেলে।
‘তাজা মাছ’ কোন বিশেষণ?
‘না’ কোন জাতীয় শব্দ?
'পরাগ' বইটি দিয়ে যাও' বাক্যে 'পরাগ' কোন পদ?
‘আ মরি বাংলা ভাষা’ এ ‘আ’ দ্বারা কি প্রকাশ করা হয়েছে?