ক্রিয়ার কাল
কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করছে?
দেখতে দেখতে সে এসে গেল।
পরীক্ষা দিতে ঢাকা যাব।
মেয়েটি গাইতে জানে।
সে খেতে ভালোবাসে।
নিমিত্ত অর্থ কারণ, প্রয়োজন।
অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়ায় মনের ভাব অসম্পূর্ণ থাকে তাই অসমপিকা ক্রিয়া। যেমন: সকালে সূর্য উঠলে…
“বালকেরা স্কুলে যাচ্ছে” বাক্যটি কোন ধরনের বর্তমান কাল নিদের্শ করে?
নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ নয়?
কালবাচক ক্রিয়া বিশেষণের উদাহরণ কোনটি?
ঐতিহাসিক বর্তমান কোনটি?