৪.২ বিক্রিয়ার দিক( উভমুখি ও একমুখী)
কোন বিক্রিয়াটি প্রোপেনের দহন নির্দেশ করে?
সমতা ঠিক আছে কোনটায় তা দেখতে হবে। এই বিক্রিয়ায় প্রোপেন অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে কার্বন মনো অক্সাইড গ্যাস ও পানি তৈরি করে তাই বিক্রিয়াটি প্রোপেনের দহন বিক্রিয়া।
প্রোপেনের দহন বিক্রিয়ার সময় সম্পূর্ণ দহনের ক্ষেত্রে প্রোপেন, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। প্রোপেনের সংরচিত বিক্রিয়াটি হলো:
প্রদত্ত অপশনগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, কোনোটিতেই সম্পূর্ণ দহনের সঠিক সমীকরণ দেয়া নেই। তবে অপশন 'c' এ যে সমীকরণটি দেয়া আছে সেটি অর্ধ-দহন (Incomplete Combustion) নির্দেশ করছে যেখানে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে। কিন্তু, প্রশ্নে সম্পূর্ণ দহনের কথা উল্লেখ না থাকায় এই অপশনটি সঠিক বিবেচনা হবে, যদিও এটি সম্পূর্ণভাবে প্রোপেনের দহন নির্দেশ করে না।
তাই, সঠিক উত্তর হচ্ছে:
অপশন 'c।