প্রত্যাবর্তনের লজ্জা

কোন বিষয় নিয়ে আল মাহমুদ তাঁর কবিতার জগৎ তৈরি করেন?

প্রত্যাবর্তনের লজ্জা টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

সিয়াম পড়াশোনা শেষ করেছে। জীবিকার তাগিদে শহরে পাড়ি জমাতে চায়। কিন্তু শহুরে জীবন তার পছন্দ নয়। তাই গ্রাম ছেড়ে যাওয়ার সময় গ্রামের সেই নৈসর্গিক রূপ, তার শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত স্থান- এসব দেখে তার মন কাঁদে। কিছু দূর গিয়েও সে আবার মায়ের কোলেই ফিরে আসে।

উদ্দীপকের 'মায়ের কোল' বলতে বোঝানো হয়েছে-

i. কবির মা

ii. প্রকৃতির প্রতিমূর্তি

iii. কোনো দেবী

নিচের কোনটি সঠিক?

চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। উদ্দীপকটির সঙ্গে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সাদৃশ্য কীসে?

'কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না।'- কথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য?

আমি বাংলায় গান গাই

আমি বাংলার গান গাই

আমি আমার আমি কে

চিরদিন এই বাংলায় খুঁজে পাই।

উদ্দীপকের ভাবার্থ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?