১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি
কোন যৌগটি নিজে নিজেই বিক্রিয়া করতে পারে?
বিস্ফোরক (explosive) : এসব দ্রব্য অস্থিত, নিজে নিজেই বিক্রিয়া করতে পারে। যেমন- জৈব পার-অক্সাইড; , TNT, Metal azides, গান পাউডার।
সংরক্ষণ : নির্জনে ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করা, সাবধানে নাড়াচাড়া করা, ঘর্ষণ হতে পারে এমন অবস্থা এড়িয়ে রাখা।
কোনটি বিষাক্ত(toxic) নয়?
আলোক সক্রিয় রিয়েজেন্ট রাখা হয়-
ল্যাবরেটরিতে বাদামি বর্ণের রিয়েজেন্ট বোতলে রাখা A কেমিক্যাল ব্যবহারের পর শিক্ষার্থী বোতলের মুখের কর খোলা রেখেছিল। শিক্ষক বোতলের মুখে কক লাগাতে বললেন।
A কেমিক্যালটি হতে পারে-
নিচের তথ্যগুলো থেকে জানা যায়-
Na ও NaH পানির সংস্পর্শে আগুন ধরে যায়
NaOH ক্ষয়কারী পদার্থ
ক্রোমিক এসিড মিশ্রণ হলো জারক
নিচের কোনটি সঠিক?