রক্ত ও রক্ত কণিকা

কোন রক্তকণিকা হেপারিন তৈরি করে?

বেসোফিল হিস্টামিন (histamine) নিঃসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হেপারিন ( heparin )নিঃসরণ করে রক্তকে রক্তনালির মধ্যে জমাট বাঁধতে বাধা প্রদান করে ।

•ইউসিনোফিল দেহের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে

•মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ভক্ষণ করে রোগ আক্রমণ প্রতিহত করে ।

রক্ত ও রক্ত কণিকা টপিকের ওপরে পরীক্ষা দাও