মহাজাগতিক কিউরেটর
কোন রচনার মাধ্যমে জাফর ইকবালের সাইন্স ফিকশনের উদ্ভব হয়?
মুহম্মদ জাফর ইকবাল বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনির একচ্ছত্র সম্রাট। 'কপোট্রনিক সুখ দুঃখ' রচনার মাধ্যমে এ-ধারার সাহিত্যে তাঁর প্রথম আবির্ভাব।
প্রাণেিদহে ডিএনএ-ও মধ্যে বেস পেয়ারগুলো কীরূপ থাকে?
মহাজাগতিক কিউরেটরের মতে কোন পদ্ধতি চমৎকার?
i. গাছের খাদ্য উৎপাদন ii. পিঁপড়ার বংশবিস্তার পদ্ধতি iii. তৃণভোজী প্রাণীর খাদ্য গ্রহণপদ্ধতি
নিচের কোনটি সঠিক?
‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে।’
কিউরেটরের মতে একলা চলো নীতির অনুসারী কোন প্রাণী?
ম্যাট কার্নাহানা আমেরিকার একজন জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক। তাঁর সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের মিল রয়েছে ?