অস্থিভঙ্গ ও অস্থিসন্ধিতে আঘাত এবং এদের প্রাথমিক চিকিৎসা

কোন লিগামেন্ট ছিড়ে গেলে সবচেয়ে ক্ষতিকর মচকানো ঘটে?

মচকানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে গোড়ালিতে। দ্রুত ঘোরাতে বা মোচড়াতে গেলে গোড়ালির বাইরের ও পাশের অংশে লিগামেন্ট ছিড়ে এ অবস্থা সৃষ্টি হয়। হাঁটুতে মোট চারটি লিগামেন্ট রয়েছে। এদের মধ্যে হাঁটুর সামনের দিকে অবস্থিত Anterior Cruciate Ligament(ACL) সম্পূর্ণ ছিঁড়ে গেলে সবচেয়ে ক্ষতিকর মচকানো ঘটে।

অস্থিভঙ্গ ও অস্থিসন্ধিতে আঘাত এবং এদের প্রাথমিক চিকিৎসা টপিকের ওপরে পরীক্ষা দাও