তীব্রতা
কোন শব্দের তীব্রতা লেভেল প্রাথমিকের দ্বিগুণ হলে পরবর্তীত তীব্রতা হবে-
কোনো শ্রেণিকক্ষের শব্দের তীব্রতা 10-7 Wm-2। শব্দের তীব্রতা দ্বিগুণ হলে নতুন তীব্রতা লেভেল কতটুকু বাড়বে ?(প্রমাণ তীব্রতা=10-12 Wm-2)
আমাদের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায় তার তীব্রতা কত wm-2?
একটি ভ্যাকুয়ম ক্লিনার ও একটি টেলিভিশন যথাক্রমে 85 dB ও 78 dB শব্দ তৈরি করে। এই দুইটি শব্দ উৎসের সম্মিলিত শব্দের তীব্রতা নির্নয় করো। শ্রাব্যতার নূন্যতম সীমার মান 10-12 W/ m2
গাছের ডালে বসা একটি পাখি অনবরত একই শক্তিতে ডাকছে । একজন পর্যবেক্ষক পাখির ডাকের তীব্রতা পর্যবেক্ষণ শুরু করার পর পাখির অবস্থান হতে তার অবস্থানের দূরত্ব দ্বিগুণ করে । পাখির সৃষ্ট শব্দের ক্ষমতা