৫.৩ জ্বালানি সম্পদের এর প্রেক্ষিতে বাংলাদেশে শিল্পায়ন
কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়?
শিল্পক্ষেত্রে শুধুমাত্র ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। চট্টগ্রামে CUFL ও KAFCO-তে এবং সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত মোট ৭টি কারখানায় প্রাকৃতিক গ্যাস হতে ইউরিয়া সার উৎপাদিত হয়।