সংখ্যা পদ্ধতির ইতিহাস ধারণা ও প্রকারভেদ

কোন সংখ্যাগুলোতে আলাদা রূপ ছিল না এবং অক্ষর দিয়ে সেগুলো প্রকাশ করা হতো?

রোমান সংখ্যা ব্যবস্থায় 0 (শূন্য) ধারণা ছিল না। সংখ্যাগুলো I, V, X, L, C, D, এবং M (1, 5, 10, 50, 100, 500, এবং 1000) অক্ষর দ্বারা প্রতীকীভূত করা হত। এই সংখ্যাগুলোকে বিভিন্নভাবে একত্রিত করে যেকোনো সংখ্যা প্রকাশ করা যেত। উদাহরণস্বরূপ, 1990 রোমান সংখ্যায় MCMXC প্রকাশ করা হত।

সংখ্যা পদ্ধতির ইতিহাস ধারণা ও প্রকারভেদ টপিকের ওপরে পরীক্ষা দাও