তরঙ্গ বেগ, তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্ক

কোন সুরশলাকা একটি মাধ্যমে 5cm দীর্ঘের এবং 350 m/s বেগের শব্দতরঙ্গ উৎপন্ন করে। অপর একটি মাধ্যমে তরঙ্গবেগ যদি 332.5 m/s হয় তবে ওই মাধ্যমে সুরশলাকার 100 কম্পনে শব্দ কত দূর যাবে?  

CUET 08-09

f=v1λ1=350.05=7000 Hz \mathrm{f}=\frac{\mathrm{v}_{1}}{\lambda_{1}}=\frac{350}{.05}=7000 \mathrm{~Hz}

λ2=v2f=332.57000=0.0475 m দুরত্ব =(0.0475×100)m=4.75 m  \therefore \lambda_{2}=\frac{\mathrm{v}_{2}}{\mathrm{f}}=\frac{332.5}{7000}=0.0475 \mathrm{~m} \quad \therefore \text { দুরত্ব }=(0.0475 \times 100) \mathrm{m}=4.75 \mathrm{~m} \text { }

তরঙ্গ বেগ, তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্ক টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

২ প্রান্তে আবদ্ধ একটি তারের দৈর্ঘ্য ২০ সেমি । তারটিতে সৃষ্ট স্থির তরঙ্গের সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য কত হবে?

একটি স্থির তরঙ্গের চিত্র নিম্নরুপ- 

P ও Q এর মধ্যবর্তী দূরত্ব 75cm হলে 5 সেকেন্ডে স্থির তরঙ্গ সৃষ্টিকারী তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব? 

একটি গিটারের তিনটি সদৃশ এবং সমদৈর্ঘ্যের তার A, B, C-কে যথাক্রমে 100 N, 200 N ও 250 N মানের বল দ্বারা টানা আছে। A তারটি 50 Hz কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে। রিপন অবাক হয়ে লক্ষ করল B ও C একত্রে কম্পিত করলে বীট শোনা যাচ্ছে কিন্তু A C তারকে একত্রে কম্পিত করলে বীট শোনা যাচ্ছে না।

প্রতি সেকেন্ডে 55টি বীট সৃষ্টি করার লক্ষ্যে দুটি সুরশলাকা A ও B নেওয়া হলো। A সুরশলাকা হতে সৃষ্ট শব্দের তীব্রতা 1.01×105 Wm21.01\times10^{5\ }Wm^{-2} এবং বিস্তার 0.02 m0.02\ mBB সুরশলাকার কম্পাঙ্ক 161 Hz161\ Hz। (মাধ্যমের ঘনত্ব 1.25 kg m31.25\ kg\ m^{-3} এবং শব্দের বেগ 350 m s1350\ m\ s^{-1})।