লিঙ্গ নির্ধারণ নীতি, সেক্সলিঙ্কড ডিসঅর্ডার ও রক্তের বংশগতি জনিত সমস্যা
কোয়াগুলেশন ফ্যাক্টর কোনটির অভাবে হিমোফিলিয়া হয়?
হিমোফিলিয়া একটি জিনগত ব্যাধি যা রক্তে পর্যাপ্ত পরিমাণে ক্লোটিং ফ্যাক্টর তৈরি করে না। ক্লোটিং ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন।
হিমোফিলিয়ার বিভিন্ন ধরণ রয়েছে, এবং প্রতিটি ধরণ একটি নির্দিষ্ট ক্লোটিং ফ্যাক্টরের অভাবে ঘটে।
• হিমোফিলিয়া A হল সবচেয়ে সাধারণ ধরণ, এবং এটি VIII ফ্যাক্টর-এর অভাবে ঘটে।
• হিমোফিলিয়া B IX ফ্যাক্টর-এর অভাবে ঘটে।
• হিমোফিলিয়া C XI ফ্যাক্টর-এর অভাবে ঘটে।
সোহাগের বাবা হিমোফিলিক হলেও তার একমাত্র বোন সুমি ও তার মা স্বাভাবিক।
উদ্দীপকে উল্লিখিত সোহাগ ও সুমির পিতামাতার জিনোটাইপ হবে-
ডাক্তার একজন রোগীর রক্ত পরীক্ষা করে বললেন তার রক্তের গ্রুপ 'A'.
★উদ্দীপকে উল্লেখিত রোগী কোন কোন রক্ত গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে?
i. "AB" গ্রুপ
ii. "O" গ্রুপ
iii. "A" গ্রুপ
নিচের কোনটি সঠিক?
রক্তের উপাদান কোনটির অভাবে হিমোফিলিয়া A হয়?
একাদশ শ্রেণির ছাত্রী মিনি স্বাভাবিক বর্ণ দর্শনে সক্ষম হলেও তার এক ভাই বর্ণান্ধ। মিনির পিতা-মাতার জিনোটাইপ হলো-