অ্যামাইটোসিস,মাইটোসিস,কোষ চক্র
কোষ চক্রের কোন পর্যায়ে DNA অনুলিপন ঘটে?
কোষ চক্র ৩ টি পর্যায়ে বিভক্ত। যথা - G1, S, G2 ।
S বা synthesis ধাপে DNA synthesis সম্পন্ন হয়। অর্থাৎ এইভাবে ডিএনএ অনুলিপন হয়। এই ধাপের সময়কাল ৩০-৫০ % ।
কোন বিভাজনের কোন পর্যায়ে DNA অনুলিপন ঘটে?
G₂ দশার পর্যায়কাল হলো-
জীববিজ্ঞানের শিক্ষক প্রথম লেকচার এ বললেন, কোষ জটিল প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়। এই কোষ চক্রকে I দশা ও M দশাতে ভাগ করা যায়। I দশাকে আবার, P. Q. R দশাতে ভাগ করা যায়। এখানে P তে CDK তৈরি হয়, Q প্রক্রিয়া হয় ও R তে MPF তৈরি হয়। তিনি দ্বিতীয় লেকচারে কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘতম পর্যায় এর ৩য় থেকে ৫ম উপপর্যায় পর্যন্ত পড়ালেন।
ক্যারিওকাইনেসিস এ-
i. সাইটোপ্লাজমের বিভাজন ঘটে
i. নিউক্লিয়াসের বিভাজন ঘটে
iii. নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে
নিচের কোনটি সঠিক?