মাইটোসিস ও এর ধাপ
কোষ বংশগতিবিদ ড. নাসরিন পিঁয়াজের মূল ও পরাগধানীর স্লাইড পর্যবেক্ষণ করে দেখলেন, মূলের স্লাইডে প্রাপ্ত কোষের ক্রোমোসোম সংখ্যা পরাগধানীর কোষের ক্রোমোসোমের সংখ্যার দ্বিগুণ।
প্রান্তীয়করণ কি?
মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজম সংখ্যা সমান থাকে কেন?
উদ্দীপকের প্রথম স্লাইডে পর্যবেক্ষিত বিভাজনটির বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপকের ২য় স্লাইডে পর্যবেক্ষিত বিভাজন গুরুত্ব বিশ্লেষণ কর।
মাইটোসিসের কোন ধাপে ক্রোমোসোমীয় নৃত্য দেখা যায়?
সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস না হলে কি ঘটে? উদাহরণ দাও?
জীবদেহে মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্বের ক্ষেত্রে বলা যায়-
i. জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যাবৃদ্ধি
ii. ক্রোমোসোমের সংখ্যার সমতা রক্ষা
iii. ক্রমাগত ক্ষয় পূরণ
নিচের কোনটি সঠিক?