২.১৩ CHROMATOGRAPHY

ক্রোমেটোগ্রাফি দ্বারা নিম্নোক্ত কাজ করা হয়-

  1. নমুনার উপাদান পৃথক করা যায়

  2. নমুনার উপাদান শনাক্ত করা যায়

  3. নমুনার বিশুদ্ধতা পরীক্ষা করা যায়

নিচের কোনটি সঠিক? 

CC 20

ক্রোমাটোগ্রাফি :

উদ্ভিদের রঙিন বস্তুকে একটি স্থির মাধ্যমে শোষণ করে অপর সচল মাধ্যমে দ্রবীভূত হওয়ার প্রবণতা বা বণ্টন সহগভিত্তিক পৃথক করার প্রক্রিয়াকে ক্রোমাটোগ্রাফি বলে।

ক্রোমাটোগ্রাফির প্রয়োগ ও ব্যবহার:

১. একাধিক উপাদানের মিশ্রণকে পৃথকীকরণ।

২. যেকোনো যৌগকে অপদ্রব্য থেকে বিশোধন।

৩. প্রাকৃতিক নমুনা যেমন: গাছের বাকল বা পাতার নির্যাস ইত্যাদি থেকে উপাদানসমূহ পৃথকীকরণ ও বিশোধন।

৪. এ পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড, লিপিডসমূহ, স্টেরয়েডসমূহ, হরমোনসমূহ, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড পৃথকীকরণ ও শনাক্তকরণ করা হয়।

২.১৩ CHROMATOGRAPHY টপিকের ওপরে পরীক্ষা দাও