২.১৩ CHROMATOGRAPHY

ক্রোম্যাটোগ্রাফিতে একটি উপাদান স্থির দশার উপর দিয়ে কতদূর বাহিত হবে তা নির্ভর করে-

(i) চলমান দশা ও উপাদানের আকর্ষণের উপর

(ii) স্থির দশার পুরুত্বের উপর

(iii) তাপমাত্রার উপর

নিচের কোনটি সঠিক?

ক্রোমাটোগ্রাফি হলো বর্ণচিত্রায়ণ।

সাধারণত তরল বা গ্যাসীয় পদার্থ সচল মাধ্যম হিসাবে এবং কঠিন পদার্থকে স্থির মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়। প্রথমে মিশ্রণের উপাদানগুলোকে একটি উপযুক্ত দ্রাবকে দ্রবীভত করা হয় এবং স্থির মাধ্যমের উপর প্রয়োজন মতো যোগ করা হয়। অতঃপর মাধ্যমকে স্থির মাধ্যমের সংস্পর্শে প্রবাহিত করা হয়। স্থির মাধ্যম যদি কঠিন পদার্থ হয় তাহলে অধিশোষণ মাত্রার উপর ভিত্তি উপাদানগুলো বিভিন্ন স্তরে পৃথক হয়ে যায়।

কোনো উপাদান স্থির মাধ্যমের অধিশোষক দ্বারা কতটা অধিশোষিত হবে তা নির্ভর করে উপাদানের গঠন প্রকৃতির উপর। উপাদানটি যত বেশি পোলার হবে এর অধিশোষণ মাত্রাও তত বেশি হবে।

যেমন: −COOH>−OH>−NH2​>−CHO>−CO−>=C=C=

যদি স্থির মাধ্যম তরল পদার্থ হয় তখন এর মধ্যে সচল মিশ্রণের উপাদানগুলোর বন্টন সহগের উপর ভিত্তি করে উপাদানগুলো বিভিন্ন স্তরে ভাগ হয়ে যায়।

তাপমাত্রা এবং চলমান দশা ও উপাদানেে আকর্রষণের উপর এটি কতদুর যাবে তা নির্ভর করে।

২.১৩ CHROMATOGRAPHY টপিকের ওপরে পরীক্ষা দাও