সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ও লিমিটিং ফেক্টর
ক্লোরোফিলের শারীরবৃত্তীয় কাজ হলো—
i.সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে
ii.বয়স্ক পাতায় কম পরিমাণে থাকে
iii.শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে
নিচের কোনটি সঠিক?
বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে কারণ পাতার সঙ্গে যে অন্যান্য প্রোটিন, ক্যারবোহাইড্রেট, এবং খনিজ সামগ্রী নিয়ে পাতার প্রধান কাজ শেষ হয়ে গেছে, যা ক্লোরোফিল সিনথেসিসের জন্য প্রয়োজন। এছাড়াও, বয়স্ক পাতায় অনেক ক্লোরোফিল ধ্বংস হয়ে যায়, যা পাতার রং পরিবর্তনের কারণে হতে পারে।
শ্বসনে ক্লোরোফিলের কোনো ভূমিকা নেই।
সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে কোনটি উৎপন্ন হয়?
শ্রেণি শিক্ষক বললেন, সজীব উদ্ভিদ একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসেবে X ধরনের গ্যাসীয় উপাদান নির্গত করে যা অন্য আরো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য বস্তুকে জারিত করে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে।
উদ্দীপকের বিক্রিয়ায় ব্যবহৃত NAD হলো-
ক্রাঞ্জ অ্যানাটমি
কাইনেজ
রাইবুলোজ ১-৫ বিসফসফেট
নিচের কোনটি সঠিক ?