ক্ষুদ্রতম মহাদেশ:
ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া। এটি এশিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি দ্বীপ মহাদেশ। এ মহাদেশে ১৪টি স্বাধীন দেশ এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রয়েছে। আয়তনে ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ হলো অস্ট্রেলিয়া এবং ক্ষুদ্রতম দেশ নাউরু। 'অস্ট্রেলিয়া' শব্দের অর্থ 'এশিয়ার দক্ষিণাঞ্চল'। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকাকে বলা হয় 'বৃহদাকার চিড়িয়াখানা'। উল্লেখ্য, আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।