সিরাজউদ্দৌলা
"ক্ষুদ্রমতি নর, শূর, লক্ষ্মণ; নহিলে
অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে?"
উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রতিফলিত দিক-
i. সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা
ii. অস্ত্রহীন সিরাজের ওপর হামলা
iii. সশস্ত্র সিরাজের সঙ্গে যুদ্ধের আহ্বান
নিচের কোনটি সঠিক?
• সিরাজউদ্দৌলার সঙ্গে তার নিজস্ব সেনাপতি, সহযোগী ও উপদেষ্টারা বিশ্বাসঘাতকতা করে, যা তাকে দুর্বল ও অস্ত্রহীন অবস্থায় ফেলে। নাটকে এই বিশ্বাসঘাতকতা সিরাজের পতনের মূল কারণ।বিশ্বাসঘাতকতার ফলে সিরাজ অস্ত্রহীন ও অসহায় হয়ে পড়ে। নাটকে এই অবস্থার সুযোগ নিয়ে শত্রুরা সিরাজের ওপর হামলা চালায়।সশস্ত্র সিরাজের সঙ্গে যুদ্ধের আহ্বান নাটকের এই অংশে উল্লেখিত নয়, কারণ সিরাজ অসহায় অবস্থায় যুদ্ধ করতে বাধ্য হয়।
'সিরাজউদ্দৌলা' নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি?
সালভেদর আলেন্দে ছিলেন চিলির নির্বাচিত প্রেসিডেন্ট। ১৯৭৩ সালে দেশের সেনাবাহিনী তাকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করে আলেন্দ কর্তৃকই নিয়োগপ্রাপ্ত জেনারেল পিনোচেট।
উভয় চরিত্রের সাদৃশ্যগত বৈশিষ্ট্য-
i. ক্ষমতালিপ্সা
ii. বিশ্বাসঘাতকতা
iii. কাপুরুষতা
নিচের কোনটি সঠিক?
ঘসেটি বেগমের বাড়িতে হঠাৎ নবাব উপস্থিত হলে, সবাই-
i. অভিবাদন জানাল
ii. হকচকিয়ে গেল
iii. সতর্ক হলো
নিচের কোনটি সঠিক?
'যত বড় মুখ নয় তত বড় কথা' সংলাপটি বলেছে-