সিরাজউদ্দৌলা

"ক্ষুদ্রমতি নর, শূর, লক্ষ্মণ; নহিলে

অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে?"

উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রতিফলিত দিক-

i. সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা

ii. অস্ত্রহীন সিরাজের ওপর হামলা

iii. সশস্ত্র সিরাজের সঙ্গে যুদ্ধের আহ্বান

নিচের কোনটি সঠিক?

CB 24

• সিরাজউদ্দৌলার সঙ্গে তার নিজস্ব সেনাপতি, সহযোগী ও উপদেষ্টারা বিশ্বাসঘাতকতা করে, যা তাকে দুর্বল ও অস্ত্রহীন অবস্থায় ফেলে। নাটকে এই বিশ্বাসঘাতকতা সিরাজের পতনের মূল কারণ।বিশ্বাসঘাতকতার ফলে সিরাজ অস্ত্রহীন ও অসহায় হয়ে পড়ে। নাটকে এই অবস্থার সুযোগ নিয়ে শত্রুরা সিরাজের ওপর হামলা চালায়।সশস্ত্র সিরাজের সঙ্গে যুদ্ধের আহ্বান নাটকের এই অংশে উল্লেখিত নয়, কারণ সিরাজ অসহায় অবস্থায় যুদ্ধ করতে বাধ্য হয়।

সিরাজউদ্দৌলা টপিকের ওপরে পরীক্ষা দাও