দিনলিপি ও প্রতিবেদন
(ক) কোনো বেসরকারি কলেজ 'প্রভাষক' পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে আবেদন কর।
অথবা,
(খ) 'তোমার এলাকার কোনো সড়কের দুরবস্থা'-র উপর একটি প্রতিবেদন রচনা কর।
(ক) উত্তরঃ
২০.০৩. ২০২৩
বরাবর
অধ্যক্ষ,
ফুলবাড়ীয়া মহাবিদ্যালয় ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।
বিষয়: প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন।'
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ৬ মার্চ, ২০২৩ তারিখের 'দৈনিক ক' পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে বাংলা বিষয়ে একজন প্রভাষক নিয়োগ করা হবে। উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য নিচে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলি পেশ করলাম-
১. নাম : মো. রেজাউল করিম শাহীন
২. পিতার নাম : মো. আব্দুল কাদের ফরাজী
8. স্থায়ী ঠিকানা : গ্রাম- জোরবাড়ীয়া, ডাকঘর- ফুলবাড়ীয়া, থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহ।
৫. বর্তমান ঠিকানা : বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
৬. জন্ম তারিখ (এস.এস.সি সনদ অনুযায়ী): ১০. ০২. ১৯৮৮।
৭. ধর্ম : ইসলাম।
৮. জাতীয়তা : বাংলাদেশি।
৯. শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | প্রাপ্ত বিভাগ/ গ্রেড | পাসের সন | বোর্ড/বিশ্বদ্যিালয় |
---|---|---|---|
এস.এস.সি | A+ | ২০১২ | ঢাকা বোর্ড |
এইচ.এস.সি | A | ২০১৪ | ঢাকা বোর্ড |
বি. কম | B | ২০১৭ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
১৩. অভিজ্ঞতা : গত ০৬. ০৪. ২০১২ তারিখ হতে লেকচার পাবলিকেশন্স লি.-এর বাংলা বিভাগে কর্মরত আছি এবং বর্তমানে উপব্যবস্থাপকের দায়িত্ব পালন করছি।
অতএব,
মহোদয়ের নিকট প্রার্থনা, উল্লিখিত তথ্যাবলির ভিত্তিতে ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমার মেধা ও দক্ষতা যাচাইপূর্বক উক্ত পদে নিয়োগ প্রদান করলে আমার কর্মদক্ষতার দ্বারা আপনার সন্তুষ্টি বিধানে সচেষ্ট থাকব।
নিবেদক-
মো. রেজাউল করিম।
সংযুক্তি :
১. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
২. নাগরিকত্বের সনদপত্র।
৩. চারিত্রিক সনদপত্র।
৪. সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি।
৫. অভিজ্ঞতার সনদপত্র।
৬. শিক্ষক নিবন্ধন পরীক্ষার সত্যায়িত সনদপত্র।
৭. ৩০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট।
[বি. দ্র. পত্রের শেষে ডাকটিকেট সংবলিত খাম, ঠিকানা ব্যবহার অপরিহার্য।]
.
(খ) উত্তরঃ
প্রতিবেদনের প্রকৃতি | সাধারণ প্রতিবেদন |
প্রতিবেদনের শিরোনাম | বর্তমান রাস্তাঘাটের দুরবস্থা! |
প্রতিবেদন তৈরির স্থান | জনমনে অসন্তোষ!!' |
প্রতিবেদন তৈরির সময় | কালশী, মিরপুর |
প্রতিবেদকের নাম ও ঠিকানা | সকাল ৯ টা ৩০ মিনিট |
প্রতিবেদন তৈরির তারিখ | ক ইসলাম, কালশী, মিরপুর, ঢাকা ১৫ জুলাই, ২০২৩ |
'বর্তমান রাস্তাঘাটের দুরবস্থা! জনমনে অসন্তোষ!!'
প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ রাস্তা। জায়গায় জায়গায় ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। রিকশা বা গাড়িতে পার হওয়া অনেক কষ্টের। তাই কোথাও কোথাও নেমে হেঁটে যেতে হয়। এ অবস্থায় যানবাহন একসাথে দুটো পার হতে না পারায় সৃষ্টি হয় যানজটের। বর্ষাকালে পানি জমে অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করে। এ চিত্র রাজধানীর মিরপুরের কালশী এলাকার রাস্তার।
নানা পেশাজীবী হাজার হাজার মানুষের বসবাস এখানে। রাস্তাঘাটের অবস্থা করুণ হওয়ায় এলাকার সকলকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। চাকরিজীবী ও শিক্ষার্থীদের জন্য এ দুর্ভোগ আরও বেশি। সকলে একই সময়ে বের হলে যানজট সৃষ্টি হয়ে চলাফেরা কষ্টকর হয়ে ওঠে। কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে যথাসময়ে হাসপাতালে পৌছাতে অনেক ভোগান্তি সহ্য করতে হয়। বেশিরভাগ সময়েই সঠিক সময়ে পৌছানো সম্ভবপর না হওয়ায় অনেক দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রাতের বেলা এ রাস্তায় আলো না থাকায় অনেক সময় ভাঙা বা গর্ত দেখা যায় না। এ কারণে নানা দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। যানবাহন ছাড়া হেঁটে পার হতে গেলেও অনেক সময় হোঁচট খেতে হয় এ রাস্তায়। রাস্তায় আলো না থাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ ছিনতাইকারীদের কবলে পড়ছে। তাদের কবলে পড়ে টাকা-পয়সা খোয়ানোর পাশাপাশি গুরুতর আহত হচ্ছে ভুক্তভোগীরা। মাঝে মাঝে পুলিশ এসে টহল দিলেও তাতে কাজ হচ্ছে না। এমতাবস্থায় রাস্তাটির সংস্কার কাজ খুবই জরুরি হয়ে পড়েছে। এলাকার স্থানীয় নেতাদের অনেকবার বলার পরও ফল পায়নি এলাকাবাসী। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমাদের আকুল আবেদন মিরপুর-কালশী রাস্তাটি যেন যত দ্রুত সম্ভব সংস্কার করা হয়। সামনের বর্ষা আসার আগেই রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হলে ভোগান্তি থেকে রক্ষা পাবে হাজার হাজার মানুষ। এ ব্যাপারে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
প্রতিবেদক,
ক ইসলাম।
প্রেরক, ক ইসলাম কালশী, মিরপুর ঢাকা। | বরাবর , নির্বাহী প্রকৌশলী , সওজ অধিদপ্তর সেগুনবাগিচা, ঢাকা। |
---|
(ক) তোমার কলেজে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি রচনা কর।
অথবা,
(খ) তোমার কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা কর।
(ক) বাংলা নববর্ষ কীভাবে উদ্যাপন করেছ তার ওপর একটি দিনলিপি রচনা করো।
অথবা,
(খ) 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি' বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
(ক) তোমার কলেজের নবীনবরণ অনুষ্ঠানের অভিজ্ঞতার বর্ণনা করো।
অথবা, (খ) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ এবং এর প্রতিকার সম্বন্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো।
(ক) তোমার কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো।
অথবা,
(খ) জাতি গঠনে নারী সমাজের ভূমিকা সম্পর্কে একটি মঞ্চ ভাষণ তৈরি করো।