৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট বৈদ্যুতিন পত্র প্রেরণ করো।
অথবা,
(খ) একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারীর শূন্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র লেখো।
(ক) উত্তরঃ
New Message
To: safinahmed@gmail.com
Cc:
Bcc:
Subject: বাংলা নববর্ষের শুভেচ্ছা।
Text: প্রিয় সাফিন
শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ। আশা করছি বন্ধুদের সঙ্গে দিনটা অনেক আনন্দে কাটাবে। আজ বিভিন্ন জায়গায় বাঙালির প্রাণের মেলা বসেছে। সেসব অনুষ্ঠান প্রাণ ভরে উপভোগ করবে। ইলিশ-পান্তা খাবে। সর্বোপরি, তোমার দিনটি আনন্দে কাটুক এই কামনা করি।
রিজভী।
(খ) উত্তরঃ
৮ মে ২০২৪
ব্যবস্থাপনা পরিচালক
পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
৪৩ শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়ক, ঢাকা-১২১৭
বিষয়: 'অফিস সহকারী' পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব সবিনয় নিবেদন এই যে, গত ২৮ জুন ২০২৪ 'দৈনিক ইত্তেফাক' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার বিবেচনার জন্য আবেদনপত্রের সাথে উপস্থাপন করছি।
১. নাম : মো. রেজাউল করিম শাহীন
২. পিতার নাম : মো. আব্দুল কাদের ফরাজী
৩. স্থায়ী ঠিকানা : গ্রাম- জোরবাড়ীয়া, ডাকঘর- ফুলবাড়ীয়া, থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহ।
৪. বর্তমান ঠিকানা : বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
৫. জন্ম তারিখ (এস.এস.সি সনদ অনুযায়ী): ১০. ০২. ১৯৮৮।
৬. ধর্ম : ইসলাম।
৭. জাতীয়তা : বাংলাদেশি।
৮. শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | প্রাপ্ত বিভাগ/ গ্রেড | পাসের সন | বোর্ড/বিশ্বদ্যিালয় |
---|---|---|---|
এস.এস.সি | A+ | ২০১২ | ঢাকা বোর্ড |
এইচ.এস.সি | A | ২০১৪ | ঢাকা বোর্ড |
বি. কম | B | ২০১৭ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
৯. অভিজ্ঞতা :অফিস সহকারী হিসেবে দুই বছর কাজের অভিজ্ঞতা।
অতএব,
বিনীত প্রার্থনা উল্লিখিত তথ্যের ভিত্তিতে আমাকে আপনার প্রতিষ্ঠানে অফিসার পদে নিয়োগ প্রদানের জন্য বিবেচনা করলে কৃতজ্ঞ থাকব।
নিবেদক
মাহমুদুল ইসলাম।
সংযুক্তি:
১. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের অনুলিপি।
২. নাগরিকত্বের সনদের অনুলিপি।
৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি।
৪. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
* [এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।।
(ক) তোমাদের কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশবরেণ্য ব্যক্তিত্ব বরাবর একটি ই-মেইল তৈরি কর।
অথবা ,
(খ) তোমাদের এলাকায় বিজয় দিবস উদ্যাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।
(ক) বাংলা নববর্ষের উৎসব উপলক্ষ্যে বন্ধুর নিকট একটি চিঠি লিখ।
অথবা, (খ) তোমার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্যে একটি পত্র লেখো।
(ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি ই-মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'অফিসার পদে' নিয়োগলাভের জন্য একটি আবেদনপত্র রচনা করো।
(ক) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ই- মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) তোমার এলাকায় একটি রাস্তা সংস্কার সম্বন্দ্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশনার্থে একটি পত্র লেখো।