পারিভাষিক শব্দ
ক) যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখার প্রীতিমাল Acid, Balcony, Catalogue, Data, Ethics, Goods, Headline, Idiom, Legend, Option, Racism, Memorandum, Neutral, Sponsor, Quality!
অথবা
খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর :
Walking is the best suited to all kinds of health. Both the young and the old can walk and help their bodies make active as long as they live. On the other hand, gymnastic exercises are best suited to young people only. However, today most doctors advise some patients, suffering from particular diseases for jogging.
(ক)উত্তরঃ
অম্ল, ঝুল-বারান্দা; তালিকা/গ্রন্থতালিকা, উপাত্ত, নীতিবিদ্যা, পণ্য/মাল, শিরোনাম, বাগধারা, কিংবদন্তি, ইচ্ছা, স্বাজাতিকতা, স্মারকলিপি, নিরপেক্ষ, পোষক / পোষণ করা, গুণ/উপযোগিতা।
(খ) উত্তরঃ
হাঁটা সব ধরনের স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপযোগী। অল্পবয়সী এবং বৃদ্ধ উভয়েই হাঁটতে পারে এবং যতদিন বেঁচে থাকে ততদিন তাদের দেহকে সক্রিয় করতে সহায়তা করে। অন্যদিকে, জিমন্যাস্টিক ব্যায়াম শুধুমাত্র তরুণদের জন্য সবচেয়ে উপযুক্ত। যাইহোক, আজ বেশিরভাগ ডাক্তার কিছু নির্দিষ্ট রোগে আক্রান্ত রোগীদের জগিং করার পরামর্শ দেন।