মাসি-পিসি

খড়ের সালতি কয়টি?

শেষ বেলায় খালে এখন পুরো ভাটা। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইট পাটকেল ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে ।কংক্রিটের ভুলের কাছে খালের ধারে লাগানো সালতি থেকে খড় তোলা হচ্ছে পাড়ে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় সালতি বোঝাই আঁটি বাঁধা খড় তিনজনের মাথায় চলে গিয়ে জমা হচ্ছে উপরের মস্ত গাদায়।

মাসি-পিসি টপিকের ওপরে পরীক্ষা দাও