লালসালু
খানপুরা গ্রামের মৌলবি সাহেব সকলের প্রিয় পাত্র। শুধু ধর্মীয় ব্যাপারে নয়, সবখানেই তার পদচারণা। অসুখবিসুখে ঝাড়ফুঁক, পানিপড়া এসবের পরিবর্তে তিনি সকলকে অভিজ ডাক্তারের শরণাপন্ন হতে পরামর্শ দেন।
বাহে মুলুক কোথায়?
মজিদ আওয়ালপুরে গেল কেন?
মজিদ কোনো দিক দিয়ে খানপুরা গ্রামের মৌলবি সাহেবের সমকক্ষ হতে পেরেছে বি উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
"লালসালু' উপন্যাসের মজিদ যদি উদ্দীপকের খানপুরা গ্রামের মৌলবি সাহেবের মতে হতো তবে ধর্মের নামে ভণ্ডামি লোপ পেত।" মন্তব্যটি বিশ্লেষণ করো।
"তোমার দিলে কি ময়লা আছে” - কার দিল?
'লালসালু' উপন্যাসে মাতব্বর হিসেবে উল্লেখ করা হয়েছে কাকে?
'লালসালু' উপন্যাসে মজিদ কার ভয়ে শঙ্কিত হয়?
মজিদ কখন আওয়ালপুর পৌঁছেছিলো?