খাদ্যদ্রব্য পরিপাকে ও শোষনে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্রের ভূমিকা এবং স্থূলতা ও পৌষ্টিকতন্ত্রের রোগ
গবলেট কোষ হতে কোনটি ক্ষরিত হয়?
ব্রুনাস গ্রন্থি(brunner's gland)ও গবলেট কোষ (goblet cell)থেকে মিউকাস উৎপন্ন হয়। মিউকাস ক্ষুদ্রান্ত্রের প্রাচীরকে এনজাইমের কার্যকারিতা থেকে রক্ষা করে।ট্রিপসিন অগ্নাশয় রসে থাকে।
৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার মুহতাসিমের ওজন ৬৫ কেজি। তার BMI কত k/m2?
পরিপাকনালির দীর্ঘতম অঙ্গের সবচেয়ে অন্তঃস্থ পর্দাটিতে আঙুলের মতো অনেকগুলো অভিক্ষেপ রয়েছে যেগুলোতে অনেক শোষণ কোষ রয়েছে।
মাইক্রোভিলাই গুলো একত্রিতভাবে ক্ষুদ্রান্তের উপরিভাগে কী সৃষ্টি করে?
দ্বাদশ শ্রেণির ছাত্র জনির উচ্চতা ১.৬৫ মিটার এবং ওজন ৭৮ কেজি হলে সে স্থূলতার কোন পর্যায়ে আছে ?