বিলাসী

গৌরীশংকর রায়চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র রবিশংকর রায়চৌধুরী। ছাত্রাবস্থায় সে শোভা রাণীকে বিয়ে করে। শোভা সুন্দরী ও বিদুষী হলেও সে নিম্ন বর্ণের। এ কারণে শ্বশুরবাড়িতে তার কদর নেই । উদ্দীপকটি 'বিলাসী' গল্পের বিষয়বস্তুর সাথে মিলে যায়-

i. কুসংস্কারাচ্ছন্নতায়

ii. বর্ণভেদে

iii. সম্পদলিপ্সায়

কোনটি সঠিক?

বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় উচ্চ বংশের হলেও সে বিলাসী অর্থাৎ নিম্ন বংশের মেয়েকে বিয়ে করে যাতে ততকালীন সময়ে সে সমাজের মানুষ মেনে নেয় না বরং মারধর করে তাদের গ্রাম ছাড়া করে তাই এই গল্পে ব্যাপক হারে কুসংস্কার এবং বর্ণভেদ ফুটে উঠেছে।

বিলাসী টপিকের ওপরে পরীক্ষা দাও