নভেম্বর ২০২৩

গ্রানাইট, বেসন্ট, গ্র্যাবরো ইত্যাদি-

RU C 21-22(অ-বিজ্ঞান)

-আগ্নেয় শিলা এক ধরনের কঠিন শিলা। আগ্নেয় শিলা হলো- গ্রানাইট, বেসল্ট, গ্র্যাবরো, রায়োরাইট ইত্যাদি।

-পলিস্তর থেকে সৃষ্টি হয় বলে এই জাতীয় শিলাকে পাললিক শিলা বলে। পাললিক শিলা হলো- কংগ্লোমারেট, কাদাপাথর, কয়লা, চুনাপাথর, ব্রেকসিয়া শেল ইত্যাদি।

-রূপান্তরিত শিলা হলো পাললিক ও আগ্নেয় শিলার পরিবর্তিত রূপ, যা আগ্নেয় ও পাললিক শিলা হতে ভিন্নধর্মী।

নভেম্বর ২০২৩ টপিকের ওপরে পরীক্ষা দাও