১.৭ গ্রাহাম এর সূত্র : গ্যাস এর ব্যাপন ও অনু ব্যাপন
গ্রাহামের ব্যাপন সূত্রের গাণিতিক প্রকাশ কোনটি ?
ব্যাপন সূত কোনো ছিদ্রের মধ্য দিয়ে যে কোনো সময়ে কোনো একটি গ্যাসের চলাচলকে ব্যাখ্যা করতে পারে এবং গ্রাহাম পর্যবেক্ষন করেন যে, দুটো গ্যাসের ব্যাপনের হার এবং এদের আনবিক ভরের বর্গমূলের ব্যাস্তানুপাতিক।
অর্থাৎ
একই তাপমাত্রা ও চাপে একটি সরু ছিদ্র দিয়ে সমআয়তনের অক্সিজেন ও একটি অজ্ঞাত গ্যাসের নিঃসরণের জন্য যথাক্রমে 56 সেকেন্ড ও ৪০ সেকেন্ড সময় লাগে।
উদ্দীপকের আলোকে বলা যায়-
i. অক্সিজেন গ্যাসের ব্যাপন হার বেশি
ii. অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব বেশি
iii. তাপমাত্রা ও চাপ পরিবর্তন করলে ব্যাপন হার পরিবর্তিত হবে
নিচের কোনটি সঠিক?
পানিপূর্ণ একটি পাত্র প্রতি ঘন্টায় 150 mg ওজন হারায়। প্রতি সেকেন্ডে পাত্রটি থেকে কতটি জলীয় বাষ্পের অণু সৃষ্টি হয়?