ঘাসফড়িং এর প্রজনন প্রক্রিয়া ও রুপান্তর এবং পুঞ্জাক্ষীর গঠন ও দর্শন কৌশল
ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কোন সময়কালটি ডায়াপজ নামে পরিচিত?
শীতকালীন প্রতিকূল পরিবেশে খাদ্যাভাবের মুখোমুখি যেন শিশু ঘাসফড়িংকে পড়তে না হয় তাই এই সময়ে পরিস্ফুটন বন্ধ থাকে।এই সময়কালটি ডায়াপজ নামে পরিচিত।বসন্তের আগমনে উষ্ণ পরিবেশ ফিরে এলে আবার বৃদ্ধি শুরু হয় এবং অতি ক্ষুদ্র শিশু ঘাসফড়িংয়ের জন্ম হয়।