প্রাচীন বাংলার ইতিহাস
চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে কৌটিল্য ছিলেন-
চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সহায়তায় 322 খ্রিস্টপূর্বাব্দে শেষ নন্দ শাসক ধনানন্দকে উৎখাত করেন। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি, 25 বছর বয়সে, নন্দ রাজবংশের শেষ শাসক ধনানন্দের কাছ থেকে পাটলিপুত্র দখল করেন। এই কাজে তাকে সাহায্য করেছিলেন কৌটিল্য, যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন।