হিসাববিজ্ঞান
চলতি বছরে মোট চাঁদা প্রাপ্তি ২০,০০০.০০ টাকা। তার মধ্যে বিগত বছরের ৪,০০০.০০ টাকা; আগামী বছরের ২,৫০০.০০ টাকা অন্তর্ভুক্ত আছে এবং বকেয়া চাঁদা ৫,৫০০.০০ টাকা হলে আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে?
চাঁদা আয় = (চাঁদা প্রাপ্তি – বিগত বকেয়া - চলতি অগ্রিম + চলতি বকেয়া)= (২০,০০০ - ৪,০০০ - ২,৫০০ + ৫,৫০০) = ১৯,০০০ টাকা।
মোট লাভ নির্ণয় করার জন্য নিট বিক্রয় মূল্য থেকে বিক্রিত পন্যের ব্যয় বাবদ দেয়া হয়-
একটি বিক্রয় ফেরত ভুলক্রমে দৈনিক ক্রয় বহিতে লিপিবদ্ধ হয়েছে। সঠিক শুদ্ধিকরণ জাবেদা কোনটি?
নিম্নের কোন অবচয় পদ্ধতিটি দ্বারা নির্ণয় করা হয়?
পদ্মা কোম্পানির বিক্রয় ১,৫০,০০০ টাকা এবং বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ১,৩৫,০০০ টাকা। মোট মুনাফার হার ৩০% হলে, সমাপনী মজুতের পরিমাণ কত টাকা হবে?