ফেব্রুয়ারি ২০২৪

চাঁদে সফলভাবে নভোযান পাঠানোয় পঞ্চম দেশ কোনটি?

জাপান চাঁদে সফলভাবে নভোযান পাঠানোর ক্ষেত্রে পঞ্চম দেশ হিসেবে খ্যাতি অর্জন করেছে।

২০ জানুয়ারী, ২০২৪ সালে, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা তাদের স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম) নামক নভোযানটি চাঁদের শিওলি কার্টার নামক এলাকায় সফলভাবে অবতরণ করে।

এই অর্জনের মাধ্যমে জাপান যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন এবং ভারতের পরবর্তী দেশ হিসেবে চাঁদে নভোযান পাঠাতে সক্ষম হয়েছে।

ফেব্রুয়ারি ২০২৪ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question