১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি

চারটি গ্রুপের শিক্ষার্থী কাজ শেষ করে ল্যাবরেটরি ত্যাগ করল। পঞ্চম গ্রুপের ৩ জন শিক্ষার্থী ল্যাবরেটরি পরিষ্কার করছে; এমন সময় সোডিয়াম ধাতু পানিতে পড়ে বেসিনে ও ১ম শিক্ষার্থীর অ্যাপ্রনে আগুন লেগে গেল। এ অবস্থায় ২য় ও ৩য় শিক্ষার্থীর সঠিক কর্তব্য হলো :

৩য় শিক্ষার্থী করণীয় ঠিক করল ল্যাবের আগুন নেভাতে, তাই—

  1. অগ্নি নির্বাপক যন্ত্র নিতে গেল

  2. আগুন লাগার খবর চিৎকার দিয়ে জানানো

  3. অগ্নি নির্বাপক যন্ত্রের CO2 গ্যাসের নল ১ম শিক্ষার্থীর দিকে ধরল

নিচের কোনটি সঠিক?

হাজারী এবং নাগ স্যার

আগুন লাগার কারণ: দাহ্য জৈব পদার্থ থেকে অসাবধানতাবশত পরীক্ষাগারে আগুন লাগতে পারে। আগুন নেভানোর জন্য তাড়াতাড়ি অগ্নি নির্বাপক যন্ত্র ও বালিভর্তি বালতি ব্যবহার করতে হবে। আগুনের কাছ থেকে দ্রাবকসহ অন্যান্য বিকারক দূরে সরাতে হবে। কারও শরীরে আগুন লাগলে কাপড় খুলে ফেলতে হবে এবং আক্রান্ত ব্যক্তিকে একটা কম্বল দিয়ে জড়িয়ে ধরতে হবে এবং দ্রুত চিকিৎসকের সাহায্য নিতে হবে।

১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি টপিকের ওপরে পরীক্ষা দাও