হাইড্রার গঠন
চিত্রের A চিহ্নিত কোষ–
কুঁড়ি, জননকোষ ও নিডোব্লাস্ট কোষ সৃষ্টি করে
প্রয়োজনে যে কোন ধরনের কোষে পরিণত হয়
এরা প্রাণীর খাদ্যগ্রহণ ও পরিপাকে অংশগ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
চিত্রের A চিহ্নিত কোষটি হলো ইন্টারস্টিশিয়াল কোষ (Interstitial Cell) । এগুলো পেশি-আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এগুলো গোল, ডিম্বাকার বা ত্রিকোণাকার এবং সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, মুক্ত রাইবোজোম ও কিছু মাইটোকন্ড্রিয়া বহন করে ।এর পুনরুৎপত্তি ক্ষমতার কারণে এটি প্রয়োজনে যেকোনো কোষে পরিণত হতে পারে এবং কুঁড়ি , জননকোষ ইত্যাদি ধারণ করে।
ডেসমোনিম নেমাটোসিস্টের বৈশিষ্ট্য কোনটি?
হাইড্রা কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
A চিহ্নিত কোষের ক্ষেত্রে প্রযোজ্য
l.সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান
Il.গোল বা ত্রিকোণাকার
Ill.অমসৃণ অন্তপ্লাজমীয় জালিকা
নিচের কোনটি সঠিক?
হাইড্রায় বিভিন্ন ধরনের কোষ রয়েছে। এদের মধ্যে ফ্ল্যাজেলীয় কোষ ও ইন্টারস্টিশিয়াল কোষ মুখ্য ভূমিকা পালন করে।
২য় ধরনের কোষের ক্ষেত্রে প্রযোজ্য-
i. অন্য কোষে রূপান্তরিত হয়
ii. মিউকাস ক্ষরণ করে
iii. বহিঃত্বক ও অন্তঃত্বক উভয় স্থানে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?