হাইড্রার গঠন

চিত্রের A চিহ্নিত কোষ–

  1. কুঁড়ি, জননকোষ ও নিডোব্লাস্ট কোষ সৃষ্টি করে

  2. প্রয়োজনে যে কোন ধরনের কোষে পরিণত হয়

  3. এরা প্রাণীর খাদ্যগ্রহণ ও পরিপাকে অংশগ্রহণ করে

নিচের কোনটি সঠিক?

আলীম স্যার

চিত্রের A চিহ্নিত কোষটি হলো ইন্টারস্টিশিয়াল কোষ (Interstitial Cell) । এগুলো পেশি-আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এগুলো গোল, ডিম্বাকার বা ত্রিকোণাকার এবং সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, মুক্ত রাইবোজোম ও কিছু মাইটোকন্ড্রিয়া বহন করে ।এর পুনরুৎপত্তি ক্ষমতার কারণে এটি প্রয়োজনে যেকোনো কোষে পরিণত হতে পারে এবং কুঁড়ি , জননকোষ ইত্যাদি ধারণ করে।

হাইড্রার গঠন টপিকের ওপরে পরীক্ষা দাও