কৃতকাজ

চিত্রে গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন দেখানো হয়েছে। এখানে, Q থেকে R এ যেতে তাপগতীয় ব্যবস্থায় 80 J তাপশক্তি সরবরাহ করা হয়েছে।

DIN.B 23
কৃতকাজ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 2 atm 2 \mathrm{~atm} চাপে ও 27C 27^{\circ} \mathrm{C} তাপমাত্রার 12gm 12 \mathrm{gm} হিলিয়াম গ্যাস আছে। প্রথম সিলিন্ডারের চাপ দ্রুত পরিবর্তন করে দ্বিগুণ করা হলো এবং দ্বিতীয় সিলিন্ডারের চাপ ধীরে ধীরে পরিবর্তন করে দ্বিগুণ করা হলো।

40°C তাপমাত্রায় 1 mole CO₂ গ্যাসকে ধীরে ধীরে প্রসারিত করে আয়তন দ্বিগুণ করলে সম্পন্ন কৃতকাজ?

0°C তাপমাত্রার 20g বরফকে গলানোর পর 100° C তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলো।

শুধুমাত্র গলাতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কত? 

দুটি ভিন্ন সিলিন্ডারে রক্ষিত সমপরিমাণ 56 gm নাইট্রোজেন গ্যাসের জন্য লেখচিত্র দেখানো হলো। প্রথম চিত্রের সিলিন্ডারটি তাপ সুপরিবাহী এবং দ্বিতীয় চিত্রের সিলিন্ডারটি তাপ কুপরিবাহী ।