হাইড্রার গঠন
চিত্রে B চিহ্নিত অংশের নাম কি?
নিডোসাইটের নিচের প্রান্তে ল্যাসো নামের প্যাঁচানো সূত্রক দেখা যায়।
হাইড্রায় বিভিন্ন ধরনের কোষ রয়েছে। এদের মধ্যে ফ্ল্যাজেলীয় কোষ ও ইন্টারস্টিশিয়াল কোষ মুখ্য ভূমিকা পালন করে।
২য় ধরনের কোষের ক্ষেত্রে প্রযোজ্য-
i. অন্য কোষে রূপান্তরিত হয়
ii. মিউকাস ক্ষরণ করে
iii. বহিঃত্বক ও অন্তঃত্বক উভয় স্থানে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
রূপান্তরিত সিলিয়াম কোনটি?
উদ্দীপকের প্রাণীর B-অংশে কোন ধরনের কোষ বেশি পাওয়া যায়?
Hydra-তে নেমাটোসিস্ট ব্যাটারি কোথায় থাকে ?