ক্রোমোজোম,নিউক্লিক এসিড, DNA ও RNA
চিত্র-- 'A' ও 'B' উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য—
A হলো DNA
B হলো RNA
উভয়ই অসংখ্য নিউক্লিওটাইডযুক্ত
জীবকোষে দুই ধরনের জৈব এসিড থাকে, যাহার একটি দ্বি-সূত্রক অবস্থায় বংশগতির বৈশিষ্ট্য বহন করলেও, অপরটি এক সূত্রক এবং প্রোটিন সংশ্লেষণ করে।
রহিমের দেহের সকল কোষে এমন একটি উপাদান আছে যা বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে এবং জীবের বৈশিষ্ট্যসমূহ বংশপরম্পরায় প্রজন্মে স্থানান্তর করে।
উদ্দীপকের উপাদানটির বৈশিষ্ট্য হলো-
দ্বিসূত্রক
নাইট্রোজেন বেসে ইউরাসিল থাকে
প্রতিলিপির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়
নিচের কোনটি সঠিক?