ভাস্কুলার বান্ডল
চিত্র ‘A’ ধারণকারী অঙ্গের অন্তর্গঠনের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো
ii. হাইপোডার্মিস উপস্থিত
iii. এপিডার্মিস কিউটিকলবিহীন।
নিচের কোনটি সঠিক?
A হলো বদ্ধ সমপার্শীয়
সমপার্শ্বীয় (Collateral): এক খণ্ড ফ্লোয়েম টিস্যু এবং এক খণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি (ফ্লোয়েম পরিধির তথা বাইরের দিকে এবং জাইলেম কেন্দ্রের তথা ভেতরের দিকে) অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এ ধরনের বান্ডল দেখা যায়। ক্যাম্বিয়ামের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে এই ভাস্কুলার বান্ডলকে আবার নিম্নলিখিত দু'ভাগে ভাগ করা হয়েছে।
(a) মুক্ত সমপার্শ্বীয় (Open collateral): দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া জাতীয় উদ্ভিদের কাণ্ড ব্যতীত) ও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল।
(b) বদ্ধ সমপার্শ্বীয় (Closed collateral): একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল।