মাসি-পিসি
জগু আহ্লাদিকে খাবার না দেওয়ার পাশাপাশি লাথি ঝাটার মাধ্যমে শারীরিকভাবে নির্যাতন করতো। এছাড়াও কলকেপোড়া ছ্যাকা দিত ও খুটির সাথে দিনভর রাতভর দড়ি দিয়ে বেঁধে রাখত।
“ভঁওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব”- কার উক্তি?
সালতি কি?
'মাসি-পিসি' গল্পে জোতদারদের মধ্যে কোন বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে?
তারাপুর গ্রামের মেয়ে রাবেয়া। শ্বুশুরবাড়ির নির্যতন সইতে না পেয়ে ফুফু সলিমা বেগমের কাছে পালিয়ে আসে। গ্রামের মাতব্বর নারীলোভী জয়নালের কুদৃষ্টি পড়ে রাবেয়ার ওপর। কিন্তু সলিমা বেগম জননী সাহসিকতা। তিনি দৃঢ়প্রত্যায়ী মা-পাখির মতো আগলে রাখেন অনাথ ভাইঝি রাবেয়াকে।
সলিমা বেগম ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছেন?