সাধারণ জ্ঞান

জয় বাংলা' জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত হয়-

DU B 21-22

-ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের এক সভায় তৎকালীন ছাত্র আফতাব উদ্দিন আহম্মদ সর্বপ্রথম 'জয় বাংলা' স্লোগান দেয়- ১৫ সেপ্টেম্বর, ১৯৬৯ -ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম জনসম্মুখে 'জয় বাংলা' শ্লোগান ধ্বণিত হয় ৪ জানুয়ারি, ১৯৭০ সালে।

-বাংলাদেশ হাইকোর্ট বিভাগ এক রায়ে "জয় বাংলাকে' জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা দেন- ১০ মার্চ, ২০২০

-মন্ত্রিসভার বৈঠকে ‘জয় বাংলা' স্লোগানকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নেওয়া হয়- ২০ ফেব্রুয়ারি, ২০২২

-মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ হয় ২ মার্চ, ২०২২।

সাধারণ জ্ঞান টপিকের ওপরে পরীক্ষা দাও