ঘাসফড়িং এর সংবহন, শ্বসন ও রেচন পদ্ধতি
জাহিন তার পড়ার টেবিলে সন্ধ্যাবেলা একটি পতঙ্গ দেখতে পায় যা সন্ধিযুক্ত পায়ের সাহায্যে লাফ দিতে পারে এবং ডানার সাহায্যে উড়তেও পারে।
ওমাটিডিয়াম কী?
হিমোলিম্ফ কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির দর্শন এককের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র দাও।
উদ্দীপকের প্রাণীটির রক্ত সংবহনতন্ত্রের সাথে তোমার রক্ত সংবহনতন্ত্রের সাথে তোমার রক্ত সংবহনতন্ত্রের পার্থক্য বিশ্লেষণ কর।
অংঙ্গটি-
i. পরিপাকনালিতে উন্মুক্ত
ii. বর্জ্য পদার্থ নিষ্কাশন করে
iii. হিমোসিল থেকে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে
নিচের কোনটি সঠিক?
সবুজ ঘাসের মাঝে, ঝোপঝাড়ের পাশে লাফিয়ে চলে একপ্রকার পতঙ্গ।
ঘাসফড়িংয়ে প্রাণিজগতের অনন্য প্রকৃতির শ্বসন প্রক্রিয়া দেখা যায়। রুইমাছের ক্ষেত্রে প্রক্রিয়াটি ভিন্ন উপায়ে সম্পন্ন হয়।