বিভিন্ন প্রজন্মের মোবাইল
জিএসএম মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য-
i. সিম কার্ডের সহজ ব্যবহার।
ii. ফ্রিকুয়েন্সি হপিং সুবিধা।
iii. ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কার্যক্রম।
নিচের কোনটি সঠিক
জিএসএম মোবাইল প্রযুক্তির নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে-
ইউরোপীয়ান দেশসমূহে রোমিং (Roaming) করা যায়। অন্যান্য অনেক দেশেই অর্থের বিনিময়ে এই সেবা পাওয়া যায়।
সিম (SIM) কার্ডের সহজ ব্যবহার।
ফ্রিকোয়েন্সি হপিং (Hopping) সুবিধা; কম ফ্রিকোয়েন্সীতে অসুবিধা হলে ফ্রিকুয়েন্সী স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়।
ত্রিমাত্রিক টেলিভিশন মোবাইল ফোনের কোন প্রজন্মে ব্যবহৃত হয়?
দোলনচাঁপা ও তার বাবা ভিন্ন ভিন্ন প্রজন্মের মোবাইল ফোন নিয়ে আলাপ করছেন। দোলনচাঁপার বাবা পূর্বে যে মোবাইলটি ব্যবহার করতেন সেটি আকারে একটু বড় হলেও ঐ মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যেতো। দোলনচাঁপা বলল, বর্তমানে আমরা ইন্টারনেট এর মাধ্যমে বিশ্বব্যাপী কিছু সুবিধা বা পরিসেবা গ্রহণ করতে পারি।
টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি?
মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহৃত স্ট্যান্ডার্ড গুলো হল-
i. UMTS (Universal Mobile Telecommunication System)
ii. LTE (Long Term Evolution)
iii. MIMI (Multiple Input Multiple Output)